ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

চুয়াডাঙ্গায় চরমপন্থী নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৩, ২৫ আগস্ট ২০১৮ | আপডেট: ২০:৫৫, ২৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চরমপন্থী নেতা বারী হকের (৪৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হোগলডাঙ্গা গ্রামের ছালাভরা মাঠ থেকে আজ শনিবার তাকে উদ্ধার করা হয়েছে। নিহত বারী হক পাশের নতিপোতা গ্রামের পচু শেখের ছেলে।

পুলিশ জানিয়েছে, চরমপন্থীদের অভ্যন্তরীণ বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে বারী হক খুন হয়ে থাকতে পারেন। তবে, নিহত ব্যক্তির পরিবারের দাবি, সাদা পোশাকের পুলিশ তাঁকে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, আজ সকাল সাতটার দিকে এলাকার দফাদারের কাছ থেকে বারীর লাশ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

তবে নিহত ব্যক্তির স্ত্রী আনজিরা খাতুন বলেন, গতকাল শুক্রবার দুপুরে করিমপুর এলাকা থেকে সাদাপোশাকের পুলিশ বারী হককে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। সকালে তাঁর গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়।

এলাকাবাসী জানায়, নিহত বারী হক চরমপন্থী রুহুল বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন । তাঁর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানাসহ আশপাশের থানায় একাধিক মামলা রয়েছে ।

এআর/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি