ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় পাহারাদারকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ২ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৫:৩৮, ৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় রিপন সরকার (২৭) নামে এক পাহারাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরারিপন সদর উপজেলার খাসপাড়া গ্রামে মোতালেব সরকারের ছেলে

জানা গেছে, রোববার রাতে পুকুর পাহারা দিয়ে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। পরে তারা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, এদিন দিবাগত রাতে খাসপাড়া গ্রামের মোস্তফা মন্ডলের পুকুর পাহারা শেষে রিপন বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে। পরে একটি পুকুরে জাগ (পঁচানো) দেওয়া পাটের নিচে তার লাশ চাপা দিয়ে রাখে দুর্বৃত্তরা। রাতে বাড়ি না ফেরায় সোমবার সকালে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। ওসি জানান, রিপনকে কারা এবং কেন হত্যা করেছে তা উৎঘাটনের চেষ্টা চলছে।

/আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি