ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

অস্কার ২০১৯

চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত : ১০:১১, ২৩ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

২০১৯ সালে অস্কারে মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার এই তালিকা প্রকাশ করা হয়। ১০ বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য ফেভারিট’ ও ‘রোমা’ সিনেমা দুটি। সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ‘ব্ল্যাক প্যান্থার’, ‘ব্ল্যাক্কক্লান্সম্যান’, ‘বোহেমিয়ান র‍্যাপসডি’, ‘দ্যা ফেভারিট’, ‘গ্রিন বুক’, ‘রোমা’, ‘এ স্টার ইজ বর্ন’ ও ‘ভাইস’।
সেরা পরিচালক বিভাগে- স্পাইক লি (ব্ল্যাক্কক্লান্সম্যান), পাওয়েল পাওলিকস্কি (কোল্ড ওয়ার), ইয়োর্গোস ল্যান্থিমোস (দ্যা ফেভারিট), আলফান্সো কোয়েরন (রোমা), অ্যাডাম ম্যাককে (ভাইস)।
সেরা অভিনেতা বিভাগে- ক্রিস্টিয়ান বেল (ভাইস), ব্র্যাডলি কুপার (এ স্টার ইস বর্ন), উইলেম দাফো (অ্যাট ইটারনিটিস গেট), রামি মালেক (বোহেমিয়ান র‍্যাপসডি), ভিগো মর্টেনসেন (গ্রিন বুক)।
সেরা অভিনেত্রী বিভাগে- ইয়ালিতজা আপারিতিও (রোমা), গ্লেন ক্লোস (দ্য ওয়াইফ), অলিভিয়া কোলম্যান (দ্যা ফেভারিট), লেডি গাগা (এ স্টার ইজ বর্ন), মেলিসা ম্যাকার্থি (ক্যান ইউ এভার ফরগিভ মি?)
প্রসঙ্গত, ৯১তম বার্ষিক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড দেয়া হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। হলিউড ও হলিউড সেন্টারের ডলবি থিয়েটার থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এবিসি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি