ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

চোরাইকৃত ১১ লক্ষ ৪১ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ১০

প্রকাশিত : ১৫:৫৫, ২ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর কমলাপুর এলাকা থেকে চোরাইকৃত টাকা ও চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-উত্তর বিভাগের একটি দল।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ হৃদয় হোসেন বাদশা (১৯), মোঃ আব্দুল্লাহ (৩০), মোঃ রাসেল (২৭), মোঃ সোহেল মিয়া (২২), মোঃ মাহাবুব হোসেন অরফে সুমন (২৬), মোঃ জাবেদ রবি (২৭), মোঃ মহরম অরফে শরিফ (২১), মোঃ শামীম (২৪), মোঃ শরিফ হোসেন (২৫) ও মোঃ পারভেজ হোসেন (২৬)।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে চোরাইকৃত ১১ লক্ষ ৪১ হাজার টাকা ও চোরাই কাজে ব্যবহৃত ২টি তালা কাটার যন্ত্র, ২টি স্ক্র ড্রাইভার, একটি ত্রিপাল, একটি ব্যাগ ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

১ মার্চ’১৯ বিকাল ৫ টায় কমলাপুর রেলস্টেশন এলাকার আবাসিক হোটেল নিকুঞ্জে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-উত্তর বিভাগের উত্তরা জোনাল টিম।

উল্লেখ্য, এই চক্রটি গত ২৯ জানুয়ারি’১৯ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টা হতে রাত ০৮টার মধ্যে যে কোন সময় উত্তরা এসবি প্লাজার নিচ তলার মেসার্স এ কালাম এন্ড সন্স মানি চেঞ্জারে চুরি করে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু হয়।
সূত্র : ডিএমপি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি