ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছবির এই নায়িকা কে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ১২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

হলুদ টপ, চেক স্কার্ট। চুলে ঝুঁটি করা। একটি ‘ড্যাশান্ড’ প্রজাতির কুকুরের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট একটি মেয়েটি। সে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। চিনতে পারছেন মেয়েটিকে? তিনি কিন্তু একজন তারকা।

সাধারণত, ‘থ্রোব্যাক থার্সডে’ হ্যাশট্যাগে নিজেদের পুরনো ছবি শেয়ার করেন সেলিব্রিটিরা। গত কয়েক মাস ধরে বলিউড তারকাদের এই ধারা প্রচলিত হয়ে আসছে। তবে এই অভিনেত্রী বৃহস্পতিবার পর্যন্ত আর অপেক্ষা করতে পারেননি। মঙ্গলবারই পোস্ট করেছেন তাঁর ছোটবেলার ছবিটি।

এই ছবিটি বলিউডের এক জন জনপ্রিয় অভিনেত্রীর। তিনি আর কেউ নন, সাগরিকা ঘাটগে। যিনি বর্তমানে ক্রিকেটার জাহির খানের স্ত্রী।

গত মঙ্গলবার সাগরিকা এই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অনেক দিন আগে। আমি ও মিমি।’

ক্যাপশন পড়ে বোঝাই যাচ্ছে, মিমি তাঁদের পোষ্য। যদিও ছবিটি কবে তোলা, বা তাঁর বয়স তখন কত ছিল, তা জানাননি অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই ভাইরাল হয়েছে সেটি।

উল্লেখ্য, শাহরুখের সঙ্গে ‘চক দে ইন্ডিয়া’ সিনেমাতে অভিনয় করে নজর কেড়েছিলেন সাগরিকা। সিনেমাতে হকি খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। গত বছর নভেম্বরে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড জাহির খানের সঙ্গে বিয়ে হয় সাগরিকার। ‘চক দে ইন্ডিয়া’ ছাড়াও ‘মিলে না মিলে হাম’, ‘ইরাদা’ সিনেমাতে অভিনয় করেছেন নায়িকা।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি