ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছেলের জনপ্রিয়তা নিয়ে চিন্তিত কারিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ১৩ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

জন্মের পর থেকেই ক্যামেরার ফ্ল্যাশে উজ্জল হয়ে উঠছে তৈমুর আলি খান। বর্তমানে বলিউডের প্রথম সারির স্টার কিড সে। যদিও মা কারিনা কাপুর খানের এতে আগ্রহ নেই। ছেলেকে নিয়ে উদ্বেগের শেষ নেই তার। এবার সেই কথা প্রকাশ করলেন নিজেই।

সম্প্রতি কারিনা এক সাক্ষাৎকারে জানান, ‘সত্যি বলতে কি, আমি পাগল হয়ে যাচ্ছি। ওর উপর এত অ্যাটেনশন কিন্তু ভয়ের কারণ। আমি বড়জোর ওকে একটা কালো টিপ পরাতে পারি যাতে নজর না লাগে। কিন্তু ওকে সব সময় বাড়িতে রেখে তো বেরোতে পারব না। সেটাতে আরও একঘেয়ে লাগবে।’

তৈমুরের জনপ্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কারিনা বলেন, ‘আমি চাই তৈমুর সাধারণ শিশুর মতো বড় হোক। ওর এই সুযোগটা পাওয়া উচিত।’

এর আগে তৈমুরের জনপ্রিয়তা নিয়ে এতটা চিন্তিত ছিলেন না কারিনা। বরং তিনি এবং সাইফ জানিয়েছিলেন, তৈমুর তারকা সন্তান। ফলে ও কোথাও গেলে অনেকে ঘিরে ধরবে এটাই স্বাভাবিক। সেই অভ্যাস ছোট থেকেই থাকা উচিত। বরং তৈমুরের এত জনপ্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কারিনার বাবা রণধীর কাপুর।

মিডিয়াকে একহাত নিয়ে তিনি জানতে চেয়েছিলেন, ‘তৈমুরের বাড়ির নীচে কি সব সময় সাংবাদিকরা থাকেন? না হলে প্রতি দিন কাগজে কী করে ওর ছবি ছাপা হয়?’

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি