ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

জঙ্গিবাদ নির্মূলে প্রধানমন্ত্রীর কাছ থেকে শেখার আছে : সাঈদ খোকন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ২০ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:৪৭, ২০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। বিশ্ব শিখতে চাইলে শেখ হাসিনার কাছ থেকে শিখতে পারেন, জঙ্গিবাদ কিভাবে নির্মূল করতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

আজ শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা সফল করার প্রস্তুতি উপলক্ষে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ`আয়োজিত বিশেষ প্রতিনিধি সভায় মেয়র এসব কথা বলেন। আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়া হবে।

সাইদ খোকন বলেন, অতীতে আওয়ামী লীগের যেকোনো কর্মসূচিতে যুবলীগ বড় ভূমিকা পালন করেছে। আগামীকাল প্রধানমন্ত্রীর সংবর্ধনায়ও যুবলীগ সেই অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। আগামীকালের শেখ হাসিনার সংবর্ধনাকে স্মরণকালের শ্রেষ্ঠ করার লক্ষ্যে যুবলীগ কাজ করে যাবে।

তিনি বলেন, বলেন,শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। আমি বলবো বিশ্ব শিখতে চাইলে এসে শেখ হাসিনার কাছ থেকে শিখতে পারেন, জঙ্গিবাদ কিভাবে নির্মূল করতে হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সম্রাট, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদম হারুনুর রশিদসহ আরো অনেকে।

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি