ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

জনগনের উন্নয়নই লক্ষ্য-প্রধানমন্ত্রী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ১৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নিজের ভাগ্য পরিবর্তন নয়, জনগণের জীবনমান পরিবর্তনের জন্যেই কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। উন্নয়ন কাজের সঠিক      বাস্তবায়ন ও গ্রাম উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেন শেখ হাসিনা।

বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ ভূখন্ড বাংলাদেশ। ১৬ কোটির বেশী মানুষের এই দেশে মৌলিক চাহিদা মিটিয়ে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে সরকার। পরিকল্পিত নগর গ্রাম গড়ে তুলতে প্রকৌশলীদের দায়িত্ব অনেক।

এমন বাস্তবতায় গণভবনে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি’র ২২ তম জাতীয় সম্মেলন  উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কথা বলেন আইডিইবি নির্মিত রোবটের সংঙ্গে।

এ খাতে অবদান রাখার জন্য ৩ জনকে স্বর্ণপদক প্রদান করা হয়।

পরে প্রধান অতিথির বক্তব্যে শতবর্ষী বদ্বীপ পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান।

টেকসই অর্থনীতির ভীত হিসেবে পরিকল্পিত গ্রাম উন্নয়ন জরুরী উল্লেখ করে প্রধানমন্ত্রী তা        বাস্তবায়নে সবার সহযোগিতা চান।

শেখ হাসিনা আরো বলেন, আওয়ামী লীগ সরকারের পরিকল্পিত পদক্ষেপ বাস্তবায়নের জন্যই দেশ উন্নয়নের পথে।

মানবশক্তিকে মানবসম্পদে পরিনত করে আধুনিক, উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে সরকারের ধারাবাহিকতা বজায় রাখারও আহবান জানান প্রধানমন্ত্রী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি