ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

জনপ্রিয় হয়ে উঠেছে ফুল চাষ (ভিডিও)

প্রকাশিত : ১০:১৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১০:২২, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বসন্ত উৎসব, ভালোবাসা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চাহিদা মেটাতে ব্যস্ত দেশের বিভিন্ন প্রান্তের ফুলচাষীরা। প্রতিদিনই রাজধানীতে আসছে গোলাপ, গাঁদা, গ্লাডিওলাস, জারবেরাসহ নানা জাতের ফুল। তবে বিভিন্ন উপলক্ষে চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে ফুল চাষ।

১২ মাসে তেরো পার্বনের দেশ বাংলাদেশ। তবে ফেব্রুয়ারি মাস জুড়ে থাকে নানা আয়োজন। তাই ফুলের চাহিদাও থাকে অনেক।

গাইবান্ধার সদুল্লাপুর ও সুন্দরগঞ্জের প্রায় ৫০ একর ফুল চাষ হয়। বাগানে বাগানে গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, গ্লাডিওলাসসহ বিভিন্ন জাতের ফুল। ফুলবাণিজ্যে কর্মসংস্থান হয়েছে অনেকেরই।

ফুলের রাজ্য যশোরের গদখালী। এছাড়া পানিসারা ও নাভারণের বাগানে বাগানে নানা জাতের ফুল। গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাসের বর্ণিল ছটা। এই এলাকা থেকেই দেশের ৭০ শতাংশ ফুলের চাহিদা মেটে।

বিভিন্ন ফুলের সৌন্দর্য্য দেখতেও আসেন বহু মানুষ। গদখালী বাজারে গড়ে উঠেছে ফুলের মোকাম। ক্ষেত এলাকায়ও আছে স্থানীয় ফুল বাজার।

বিভিন্ন দিবস আর অনুষ্ঠানে ফুলের চাহিদা বাড়ায় কৃষকরা ফুল চাষে আরো আগ্রহী হচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা।

বছরজুড়েই ফুল বেচাকেনা হলেও ডিসেম্বরে মহান বিজয় দিবস, পহেলা জানুয়ারি, ইংরেজি নববর্ষ, ফেব্রুয়ারিতে বসন্ত উৎসব ও মহান ভাষা দিবস এবং এপ্রিলে বাংলা নববর্ষে উৎসবে বাড়ে চাহিদা।

এসএ/আ

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি