ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

জাতীয় পাট দিবস পালিত

প্রকাশিত : ২১:২৪, ৬ মার্চ ২০১৯ | আপডেট: ২১:২৫, ৬ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

‘সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার রাজধানী ঢাকাসহ সারাদেশে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় এ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান ও পাট পণ্যের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাটের রফতানি বাড়ানোর লক্ষ্য নিয়ে এ বছর তৃতীয়বারের মতো জাতীয় পাট দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ্য থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

জাতীয় পাট দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রসহ রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো পাট, পাটখড়ি, পাটের পণ্য, রঙ-বেরঙয়ের ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড দিয়ে সাজানো হয়।

এছাড়াও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুইদিন ব্যাপী (৬ ও ৭ মার্চ) বহুমুখী পাটপণ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। আগামীকাল ৭ই মার্চ বিকেল সাড়ে পাঁচটায় এ মেলার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ মেলা শেষ হবে।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবস-২০১৯ এবং বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পাট খাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৪টি পুরষ্কার তুলে দেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি