ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৮, ৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার সন্ধ্যায় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল গণিকে প্রধান করে এ কমিটি গঠন করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

কমিটির অন্য সদস্যরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শহিদুর রহমান।

উপাচার্য বলেন, ড. জাফর ইকবালের হামলা নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত। আমরা ক্যাম্পাসে সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করছি।

উল্লেখ্য, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়। পেছন থেকে তার মাথায় ছুরিকাঘাত করা হয়। ঘটনার সঙ্গে জড়িত এক এক তরুণকে গণপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে আটক করে সাধারণ শিক্ষার্থীরা। জাফর ইকবাল বর্তমানে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি