জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামি মুক্ত, তদন্ত কমিটি গঠন
প্রকাশিত : ২০:০৪, ২৯ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে ‘ভুলবশত’ হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারাগারের এক ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারা অধিদপ্তর।
মুক্তি পাওয়া আসামিরা হলেন আনিস মিয়া, রাশেদুল ও মো. জাকিরুল। তাঁরা তারাকান্দা উপজেলার একটি হত্যা মামলার আসামি ছিলেন।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই তিন আসামি মুক্তিলাভ করে। আসামিরা তারাকান্দা থানার একটি হত্যা মামলা আসামি ছিলেন। ঘটনার পর প্রাথমিকভাবে দায়ী হিসেবে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ গণমাধ্যমকে জানান, ভুল করে অসতর্ক অবস্থায় তিন আসামিকে মুক্তি দিয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের সিনিয়র জেল সুপার আমিনুল ইসলাম বলেন, কারাগারের এক কর্মকর্তা ভুলবশত আসামিদের মুক্তি দিয়েছেন। এটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে।
এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলামের জানান, প্রোডাকশন ওয়ারেন্টকে (হাজিরা পরোয়ানা) ‘ভুল’ করে জামিননামা ভেবে ওই তিন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে সব কর্মকর্তা এ ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআর//
আরও পড়ুন










