ঢাকা, সোমবার   ১৯ মে ২০২৫

জামিন পেলেন টোকন ঠাকুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ২৬ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে ২ হাজার টাকা মুচলেকা ও মঙ্গলবার (২৭ অক্টোবর) বিচারিক আদালতে হাজির হওয়ার শর্তে জামিন দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. দিদার হোসাইন তাকে জামিনের আদেশ দেন।
 
এর আগে রোববার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
 
জানা যায়, অর্থ ঋণ আদালতের একটি মামলায় ৩ অক্টোবর টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়। সেই পরোয়ানা বলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

উল্লেখ্য, টোকন ঠাকুর ২০১৩ সালে শহীদুল জহিরের গল্প ‌‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান। অনুদানের ৩৫ লাখ টাকার মধ্যে ১৩ লাখ টাকা তথ্য মন্ত্রণালয় থেকে তুলে নিলেও ওই চলচ্চিত্রের কোনও কাজ করেননি তিনি। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষে টোকন ঠাকুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় চলতি মাসের ৩ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি