ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

জিয়ার নির্দেশে খন্দকার মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করে:বিমান মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ১১ জুলাই ২০১৮ | আপডেট: ১২:৫৯, ১১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, পচাত্তরের  কালো রাত্রিতে জিয়াউর রহমানের নির্দেশে খন্দকার মোশতাক জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন। খুনিরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তার পরিবারের সদস্য ও স্বজনদের হত্যা করেছে। বাদ দেয়নি বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির অন্ত:স্বত্ত্বা স্ত্রীকেও।
আজ রাজধানীর আশকোনায় হাজী ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিমান মন্ত্রী হজযাত্রীদের কাছে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া চান। তিনি প্রধানমন্ত্রীর জন্যও দোয়া চান। সেই সঙ্গে এবারের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের আশা ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
/ এআর / 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি