ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাটে মিটার এবং ট্রান্সফরমার চুরি, বলা হচ্ছে বিকাশ নাম্বারে টাকা পাঠাতে

প্রকাশিত : ১৪:৫৯, ২৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:৫৯, ২৯ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

জয়পুরহাটে কয়েকদিনে শতাধিক বিদ্যুত চালিত গভীর ও অগভীর নলকূপের মিটার এবং ট্রান্সফরমার চুরি হয়েছে। এ’সব মিটার ও ট্রান্সফরমার ফেরত পেতে চোরদের রেখে যাওয়া চিরকুটে লেখা বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলা হচ্ছে। অনেকে এ’ পন্থায় ফেরতও পেয়েছেন চুরি যাওয়া মিটার। এমন অবস্থায় চুরি রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। তীব্র খরায় মাঠ ফেটে চৌরির। ফসল ফলাতে সেচই এখন ভরসা চাষীদের। তবে, জয়পুরহাটে সেক্ষেত্রে যোগ হয়েছে নতুন সমস্যা। ব্যাপকহারে চুরি হচ্ছে বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমার। জেলায় বিদ্যুত চালিত গভীর নলকূপের সংখ্যা এক হাজার ৬শ’ ৫০টি। এর মধ্যে ৯৬০টি ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর উপজেলায়। এই তিন উপজেলার বিভিন্ন মাঠ থেকে কিছুদিন ধরে গভীর নলকূপের মিটার চুরি করে নিচ্ছে সংঘবদ্ধ চক্র। মিটারের পাশাপাশি চুরি হচ্ছে ট্রান্সফরমারও। তাই সেচ নিয়ে চিন্তিত কৃষকরা। শুধু তাই নয়, চোরদের রেখে যাওয়া বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে মিটার ফেরত পাওয়ার ঘটনাও ঘটছে। তবে, চুরি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলার পুলিশ সুপার। চুরি রোধসহ সংঘবদ্ধ এই চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি