ঢাকা, শুক্রবার   ২৪ মার্চ ২০২৩

জয়পুরহাটে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩১, ১৬ মার্চ ২০২৩ | আপডেট: ১৭:৪৮, ১৬ মার্চ ২০২৩

জয়পুরহাটে হত্যা মামলায় স্বামী-স্ত্রী, তিন ছেলে ও জামাইসহ ৬জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। 

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আজিজুল হত্যা মামলায় বৃহস্পতিবার দুপুরে অতিরিক্তি জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন ।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১১ এপ্রিল সদর উপজেলার দেবরাইল গ্রামের আকবর পরিবারের লোকজন নিয়ে সাংসারিক বিষয়ে আলাপ-আলোচনা করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা একজোট হয়ে বাদীর পরিবারের লোকজনকে কোদাল, লোহার রড, শাবল  ও লাঠি দিয়ে আঘাত করে। এসময় আকবরের দুই ছেলে আজিজুল ও রশিদ গুরুতর আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আজিজুল। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি