ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ঝিনাইদহে অদৃশ্য সাপের আতঙ্ক(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

অদৃশ্য সাপের আতঙ্কে ভুগছেন ঝিনাইদ সদরের দুই গ্রামের মানুষ। মাথা ঘোরা, বমিসহ নানা উপসর্গ নিয়ে ওঝার বাড়িতে হাজির হচ্ছেন একের পর এক রোগী। তবে, চিকিৎসকরা বলছেন- এটি এক ধরনের মানসিক সমস্যা।

পাইকপাড়া ও পৈলানপুর গ্রামজুড়ে শুধুই সাপের আতঙ্ক। বাসিন্দাদের দাবি- দুই সপ্তাহে আক্রান্ত হয়েছেন তিনশর বেশি মানুষ। বাড়িতে, রাস্তায়, মাঠে-ঘাটে ওই প্রাণীর শিকার হচ্ছেন তারা। কিছুদিন আগে সাপের কামড়ে একজনের মৃত্যু হলে, এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

অসুস্থ হলেই ঝাড়ফুঁকের জন্য নেয়া হচ্ছে এক ওঝার কাছে। তিনি নিজেও অবশ্য এর কারণ ব্যাখ্যা করতে পারছেন না।

চিকিৎসক বলছেন- এটি এক ধরনের হুজুগ। কাউকে সাপে কাটলে, নিতে হবে হাসপাতালে।

ঝিনাইদহ সদরের এই গ্রাম দুটিতে সরেজমিন তদন্ত করে, সাপের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে মেডিকেল টিম। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি