ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ১২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে নুরু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ডাকাত বলে জানিয়েছে পুলিশ। মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পুরন্দপুর এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি গুলিভর্তি শাটার গানসহ দুটি হাতবোমা ও গাছ কাটার করাত উদ্ধার করেছে পুলিশ।

এসআই কামাল হোসেন জানান, বুধবার রাতে সড়কে গাছ ফেলে ডাকাতি করা হচ্ছে-এমন খবর পেয়ে পুলিশের দুটি দল সেখানে যায়। ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নুরু ডাকাত ঘটনাস্থলেই নিহত হন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি