ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৩৫, ৮ আগস্ট ২০১৭

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

Ekushey Television Ltd.

ঝিনাইদহ শহরে দিনের বেলা এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার বেলা ১২টার দিকে শহরের টানপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে।


জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ আকবর আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফিরোজ হোসেন (৩০) ছিলেন ঝিনাইদহ পৌর স্বেচ্ছাসেবক লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। তিনি টানপাড়া এলাকার আনছার আলীর ছেলে।


পুলিশ কর্মকর্তা আকবর আলী সাংবাদিকদের বলেন, রোববার বেলা ১২টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। পথে পাঁচ-ছয়জন তাকে কুপিয়ে জখম করে চলে যায়। স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি