ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

টঙ্গীতে কাভার্ডভ্যান কেড়ে নিল দুই ভায়রা ভাইয়ের জীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ১৫ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যানের চাপায় দুই ভায়রা ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- নেত্রকোনার দুর্গাপুর থানার কালসাপাড়া এলাকার নূরুল হক (৪০) ও একই থানার গুজিরপুর এলাকার আলাল উদ্দিন (৪৭)। সম্পর্কে তারা ভায়রা ভাই।


টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) নাজির হোসেন গণমাধ্যমকে জানান, ভোর পৌনে ৬টার দিকে হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নূরুল ও আলাল উদ্দিনের লাশ পাওয়া যায়। তিনি জানান, হোসেন মার্কেট এলাকায় আলাউদ্দিনের ভাড়া বাসায় বেড়াতে আসেন তাঁর স্ত্রীর বোনের স্বামী নূরুল হক। আজ নূরুল হকের গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল। ভোরে তাঁকে এগিয়ে দিতে এসে হোসেন মার্কেট এলাকায় মহাসড়কের পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন দুই ভায়রা ভাই। হঠাৎ দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।


ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি