ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

টাকা আত্মসাৎ: হলমার্কের জেসমিনের জামিন প্রশ্নে রায় ২৮ আগস্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ২২ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি আজ সোমবার শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য ২৮ আগস্ট তারিখ ধার্য করেছে হাইকোর্ট।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট খুরশীদ আলম খান এ কথা জানান।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন।

অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় জামিন প্রশ্নে রুল জারি করে আদেশ দিয়েছিল আদালত। আজ সোমবার ওই রুলের ওপর শুনানি শেষ হলো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি