ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলের ‘জঙ্গি আস্তানায়’ ড্রোন উদ্ধার, সহোদর আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ৫ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের কালিহাতি এলেঙ্গার মসিন্দা এলাকায় একটি বাড়ি ঘিরে কয়েক ঘণ্টা অভিযানের পর জেএমবির সন্দেহভাজন জঙ্গি সহোদরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

র‌্যাব-১২ এর অধিনায়ক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, এসময় ওই বাড়ি থেকে একটি ড্রোন ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এদিকে এলেঙ্গায় অভিযানের সূত্র ধরেই রাজধানীর মিরপুর মাজার রোডের একটি বাড়ি রাত থেকে ঘিরে রেখেছেন র‌্যাব সদস্যরা। বারিড়িটি ঘিরে ফেলার পর ওই বাড়ি থেকে র‌্যাবের দিকে লক্ষ করে বোমাও ছোড়া হয়েছে।

র‌্যাব১২ সূত্রে জানা যায়, এলেঙ্গার মসিন্দা এলাকার সৈয়দ আবুল হাসান চিশতিয়ার বাড়িতে জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে সোমবার সন্ধ্যার দিকে বাড়ি ঘিরে ফেলে র‌্যাব।

পরে গভীর রাতে চিশতির দুই ছেলে নুরুল হুদা মাছুম (৩০) ও মাজহারুল ইসলাম খোকনকে (২৫) আটক করা হয়। পাশাপাশি ওই বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে একটি ড্রোন এবং চায়নিজ কুড়াল, ছুরি, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া যায়।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি