ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

টিআইবি’র প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত: তথ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ২৯ আগস্ট ২০১৯ | আপডেট: ১৯:৫৪, ২৯ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

দশম জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে টিআইবি’র প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখান করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রতিবেদনটি সম্পূর্ণ একপেশে এবং উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, প্রতিবেদনে উপস্থাপিত তথ্য-উপাত্তে অনেক ভুল-ত্রুটি রয়েছে। টিআইবি এর আগেও এ ধরনের ভুল প্রতিবেদন প্রকাশ করেছে। সেসব ভুলের কারণে টিআইবি কখনো জাতির কাছে ক্ষমা চায়নি। তাদের উচিৎ ছিল জাতির কাছে ক্ষমা চাওয়া।

তথ্যমন্ত্রী আজ জাতীয় প্রেসক্লাবে তৃণমূল বিএনপি আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন।

সভায় তৃণমূল বিএনপি’র চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা সভাপতিত্ব করেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি