ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

টেকনাফে নৌকাডুবি, আরও দুই রোহিঙ্গার লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ উপজেলায় শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় নৌকাডুবির ঘটনায় আরও দুই রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।  বুধবার সকাল সাতটার দিকে জালিয়াপাড়া এলাকার নাফ নদী থেকে একজন পুরুষ এক শিশুর লাশ উদ্ধার করে স্থানীয়রাএর  আগে মঙ্গলবার রাত ১১টার দিকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়

সাবরাং ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক গণমাধ্যমকে জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা ডুবে যায়। ওই নৌকায় ১৮ জন যাত্রী ছিল। এর মধ্য ৬-৭ জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান গণমাধ্যমকে বলেন, মোট চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশগুলো দাফনের ব্যবস্থা করছে।

 

আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি