ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ট্রাক-লরি সংঘর্ষে প্রাণ গেল দু’জনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি লরির সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন আরও ১ জন। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ পরিচালক জসিম উদ্দিন।

নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন লরি চালক আবুল কাশেম (৩৮)। অজ্ঞাত অপর নিহতের বয়স আনুমানিক ৫০ বছর। এ ছাড়া আহত ব্যক্তি হলেন দুর্ঘটনা কবলিত ট্রাকের হেলপার শাহ আলম (১৮)।

ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন জানান, দুটি গাড়ি ফেনী থেকে চট্টগ্রামের দিকে আসার পথে মিরসরাইয়ের কমলদহ এলাকায় একটি গাড়িকে অপরটি পেছন থেকে ধাক্কা দেয়। এত দুটি গাড়িই সড়কের পাশে গর্তে পড়ে গেলে ঘটনাস্থলে মারা যান লরি চালকসহ দুই ব্যক্তি। গুরুতর আহতাবস্থায় আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি