ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৮, ২২ জুন ২০১৭ | আপডেট: ১৯:১৭, ২২ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েক জন।
নিহত লুৎফর রহমানের বাড়ি সীমান্ত এলাকার হরিণমারি বাশগাড়ি গ্রামে। বিজিবি ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে এলাকার কয়েকজন গরু ব্যবসায়ী রতœাই সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় লুৎফর রহমান। পরে বিএসএফ সদস্যরা মৃতদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ ব্যাপারে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বলে জানায় বিজিবি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি