ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৬, ৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে গতকালের (শুক্রবারের) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত আরও দুজন নারী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা গেছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।  

উল্লেখ্য, শুক্রবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বলাকা উদ্যান এলাকায় একটি যাত্রীবাহী কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে তিন নারীসহ ৮ জন মারা যায় এবং ২৫ জন আহত হয়।

আহতদের মধ্যে ১১জনের অবস্থা শংকটাপন্ন হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দবিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), টাকাহারা গ্রামের মৃত আবু সাঈদের স্ত্রী কামরুন নেচ্ছা (৫০) মারা যায়। 

এদিকে জেলা প্রশাসক ড. কে.এম কামরুজ্জামান সেলিম গতকাল ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে প্রদান করেন। আহতদের চিকিৎসায় সহযোগীতা প্রদানের আশ্বাস দেন। 

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি