ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ঠাকুরগাঁও থেকে প্রতিদিন ৮০ হাজার লাউ যাচ্ছে ঢাকায়

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৬, ২৩ নভেম্বর ২০২২ | আপডেট: ১০:১৫, ২৩ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও এবছর লাউসহ ৮ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। ফলনও হয়েছে আশাতীত। প্রতিদিন প্রায় ৮০ হাজার পিস লাউ যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। 

সন্ধ্যায় লাউ বোঝাই করে ট্রাক সকালে পৌঁছে যাচ্ছে ঢাকাসহ অন্যান্য জেলায়। ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোচাবাড়ি এলাকা থেকে সবচেয়ে বেশি লাউ যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামে। 

লাউ ব্যবসায়ী মনির উদ্দিন জানান, প্রথম প্রথম প্রতি একশ’ লাউ ২৪শ’ টাকায় কিনতে হতো। এখন দাম অনেক কম, একশ’ পিস লাউ সাতশ’ থেকে এক হাজার টাকা। কিন্তু ট্রাক ভাড়া ২০ হাজার টাকা দিতে হচ্ছে। একটি ট্রাকে সাড়ে চার হাজার পিস লাউ পাঠানো যায়। এই লাউ ঢাকায় নিয়ে অনেক দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

এই ব্যবসায়ী আরও বলেন, কিছু মধ্যস্বত্বভোগী ভ্যান বা ইজিবাইক নিয়ে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে লাউ কিনে এই আড়তে নিয়ে আসেন। আমরা লাউয়ের আকার দেখে দরদাম করে লাউ কিনি। এক ট্রাক হলেই ঢাকায় পাঠিয়ে দেই।

লাউ ব্যবসায়ী মাহবুব বলেন, শুধু ছোট খোচাবাড়ি এলাকা থেকে আমরা ৪০ হাজার লাউ প্রতিদিন ঢাকায় পাঠাই। জেলার অন্যান্য এলাকা থেকে আনুমানিক আরও ৪০ হাজার পিস লাউ ট্রাক ও ঢাকাগামী কোচের ছাদে করে ঢাকায় যাচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় এবার লাউসহ ৮ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। ফলনও হয়েছে আশাতীত। ঠাকুরগাঁও থেকে লাউসহ বিভিন্ন সবজি দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। কৃষকও ভালো দাম পাচ্ছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি