ঢাকা, সোমবার   ১৯ মে ২০২৫

ডিএমপি’র চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ২০ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারি পুলিশ কমিশনার পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের সহকারি পুলিশ কমিশনার মো. আবদুল মালেককে সহকারি পুলিশ কমিশনার পশ্চিম, সহকারি পুলিশ কমিশনার মো. রহমত উল্লাহকে সহকারি পুলিশ কমিশনার উত্তর, সহকারি পুলিশ কমিশনার মো. আব্দুল মালেককে সহকারি পুলিশ কমিশনার পশ্চিম ও সহকারি পুলিশ কমিশনার মো. নিজাম উদ্দিনকে সহকারি পুলিশ কমিশনার উত্তর বিভাগে বদলি করা হয়েছে।
সূত্র : বাসস
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি