ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের বিরুদ্ধে নয় : আনিসুল হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৮, ৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ২৩:৩৩, ৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সাংবাদিকদের বিরুদ্ধে, কিংবা তাঁদের স্বাধীনতা খর্ব করতে ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের উদ্বোধন ও জেলা আইনজীবী সমিতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন আনিসুল হক।
তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন যেটা পাস হয়েছে, সেটা নিয়ে কিন্তু এই যে কথাবার্তাগুলি- স্বাধীন সাংবাদিকতা, বাকস্বাধীনতা এইসব ব্যাহত হবে, এই কথাগুলি কিন্তু নিরর্থক। অপরাধীদেরকে একটা আইনের আওতায় আনতে হবে। যদি আইনের আওতায় আনা না হয় তাহলে তারা এমন কাজ করছে... যেটা ব্যক্তি, সমাজ, দেশ সবই নষ্ট হচ্ছে। সেইটার জন্য (এ আইন) করা হয়েছে’।

মন্ত্রী আরো বলেন, ‘কেউ যদি এই অপরাধ না করে তাহলে পরে নিশ্চয়ই এই আইনের আওতায় আসবে না। আর মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন, এবং আমি আবারো বলছি- এইটা কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে আইন নয়। সাংবাদিকদের স্বাধীনতা খর্ব করার আইন নয়।

ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে সম্পাদক পরিষদের উত্থাপিত দাবির প্রসঙ্গে আনিসুল হক বলেন, দাবিগুলো তিনি মন্ত্রিপরিষদে নিয়ে যাবেন। মন্ত্রিপরিষদ যে দিকনির্দেশনা দেবে তার ভিত্তিতে পরবর্তীতে আবারো আলোচনা করা হবে বলে জানান তিনি।

টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি