ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৬, ৩ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট ৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুন ভর্তি রোগী ১৭ জন এবং ঢাকার বাইরে ৩১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ২৩৭ জন এবং ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ১৩৫ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ১০২ জন।

১ জানুয়ারি থেকে ২ জানুয়ারি দু’দিনে মোট ভর্তি রোগী ১২৭ জন। এর মধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ৬০ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ৬৭ জন।

এ পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগী ১১০ জন। এর মধ্যে ঢাকায় ৭৫ জন, ঢাকার বাইরে ৩৫ জন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি