ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

‘ড. কামাল হোসেনের ওপর হামলা দুঃখজনক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ১৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা কামাল হোসেনের ওপর হামলার ঘটনা দুঃখজনক। শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “এটা দুঃখজনক। তিনি একজন সিনিয়র সিটিজেন, প্রখ্যাত ব্যক্তি। তার ওপর হামলা কখনও প্রত্যাশিত নয়।

তিনি আরও বলেন, এটা ফৌজদারী অপরাধ হয়েছে। তারা আমাদের কাছে এ নিয়ে আবেদন করেছে। বিষয়টি তদন্তে নির্বাচনী তদন্ত কমিটির কাছে তা পাঠানো হবে। তদন্ত প্রতিবেদন পেলেই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে হামলাকারীদের শাস্তি চেয়ে দুপুরে নির্বাচন কমিশনে চিঠি দেয় বিএনপি। উল্লেখ্য, শুক্রবার মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কামাল হোসেনের উপর হামলার অভিযোগ জানিয়ে চিঠি দেওয়া হয়।


এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি