ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

ঢাকার নতুন পুলিশ সুপার মারুফ সরদার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৯, ২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মারুফ হোসেন সরদারকে ঢাকা জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকার পুলিশ সুপারসহ পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

জারিকৃত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানকে চাঁদপুরের পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদারকে ঢাকার পুলিশ সুপার, গাইবান্ধার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়াকে নওগাঁর পুলিশ সুপার, ঢাকা 
মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ তৌহিদুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিটের পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি