ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় মধ্য-শরৎ গালা উৎসব উদযাপনে চীনা নাগরিকদের পুণর্মিলনী অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৫, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:০৮, ২১ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের রাজধানী ঢাকায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল চীনা নাগরিকদের পুণর্মিলনীমূলক অনুষ্ঠান ‘মধ্য-শরৎ গালা উৎসব’। গত শুক্রবার ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ আয়োজিত এ বছরের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল ‘চাঁদের আলোয় ঐক্য: চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন’।   

অনুষ্ঠানে বক্তারা বলেন, মধ্য-শরৎ উৎসব দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। দুই দেশের ক্রমবর্ধমান বাণিজ্য দ্রুত বাড়ছে, এমন পরিস্থিতিতে এই ধরনের আয়োজন দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়তা করবে। 

বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে তারা আরো বেশি অংশ নিতে আগ্রহী বলেও অনুষ্ঠানে জানান চীনের উদ্যোক্তারা।  
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এর প্রেসিডেন্ট ক্যালভিন নক্যান, ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং, বাংলাদেশ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।  

বিকাল ৫টায় শুরু হওয়া এ উৎসবে প্রধান আকর্ষণ ছিল চীনের ইয়ুননান আর্ট ট্রুপের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশে চীনা দূতাবাসের বিশেষ আমন্ত্রণে আগত এই শিল্পীগোষ্ঠী যাদু, নাচ, গান ও অন্যান্য লোকজ পরিবেশনার মাধ্যমে চীনা সংস্কৃতির বর্ণাঢ্য রূপ উপস্থাপন করে।
অনুষ্ঠানে প্রবাসী চীনা সম্প্রদায়সহ বাংলাদেশি অতিথিরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ দিকে আগত অতিথিদের নিয়ে র‌াফেল ড্র অনুষ্ঠিত হয়। আয়োজকরা উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান এবং চীন-বাংলাদেশ সম্পর্কের আগামীর পথচলা আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি