ঢাকা দক্ষিণে কাউন্সিলর হলেন যারা
প্রকাশিত : ০৯:১৬, ১ মার্চ ২০১৯

সদ্য অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন ওয়ার্ডগুলোর কাউন্সিলর পদের নির্বাচনে যারা বিজীয় হয়েছে তারা অধিকাংশই আওয়ামী লীগের। এমন কি এই নির্বাচনে বড় দলগুলো অংশ না নেওয়ার কারণে ভোটারদের মধ্যে তেমন কোন আগ্রহ ছিলো না। তবুও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া কাউন্সিলর বড় ব্যবধানে জয় পেয়েছে।
নতুন সাধারণ ১৮টি (৫৮ নম্বর থেকে ৭৫ নম্বর ওয়ার্ড) এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ছয়টি (সংরক্ষিত ২০ নম্বর থেকে ২৫ নম্বর ওয়ার্ড) মিলিয়ে মোট ২৪টি পদের সিংহভাগেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র দু-একজন পাস করেছেন।
গতকালের নির্বাচনে কাউন্সিলর পদে বেসরকারিভাবে বিজয়ীরা হলেন- ৫৮ নম্বর ওয়ার্ডে শফিকুর রহমান (ঠেলাগাড়ি), ৫৯ নম্বর ওয়ার্ডে আকাশ কুমার ভৌমিক (ট্রাক্টর), ৬০ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন মজুমদার (কাঁটাচামচ), ৬১ নম্বর ওয়ার্ডে মো. জুম্মন মিয়া (ঘুড়ি), ৬২ নম্বর ওয়ার্ডে
মোহাম্মদ মোসতাক আহমেদ (ট্রাক্টর), ৬৩ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম খান দিলু (ট্রাক্টর), ৬৪ নম্বর ওয়ার্ডে মাসুদুর রহমান মোল্লা (লাটিম), ৬৫ নম্বর ওয়ার্ডে শামসুদ্দিন ভূঁইয়া (ব্যাডমিন্টন র্যাকেট), ৬৬ নম্বর ওয়ার্ডে নুরুদ্দীন মিয়া (ঘুড়ি), ৬৭ নম্বর ওয়ার্ডে ইব্রাহীম (লাটিম), ৬৮ নম্বর ওয়ার্ডে মাহমুদুল হাসান (লাটিম), ৬৯ নম্বর ওয়ার্ডে হাবীবুর রহমান হাসু (ব্যাডমিন্টন র্যাকেট), ৭০ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আতিকুর রহমান (ঘুড়ি), ৭১ নম্বর ওয়ার্ডে মো. খাইরুজ্জামান (রেডিও), ৭২ নম্বর ওয়ার্ডে শফিকুল আলম শামীম (ব্যাডমিন্টন র্যাকেট), ৭৩ নম্বর ওয়ার্ডে মো. শফিকুল ইসলাম (করাত), ৭৪ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ (ট্রাক্টর) এবং ৭৫ নম্বর ওয়ার্ডে সৈয়দ মোহাম্মদ তোফাজ্জল
হোসেন (ঠেলাগাড়ি)।
সংরক্ষিত নারী ওয়ার্ড :২০ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডে নাছরিন আহমেদ (চশমা), ২১ নম্বর ওয়ার্ডে সেলিনা খান (চশমা), ২২ নম্বর ওয়ার্ডে হোসনে আরা শাহীন (চশমা), ২৩ নম্বর ওয়ার্ডে মুনিরা চৌধুরী (আনারস), ২৪ নম্বর ওয়ার্ডে ফুল বানু পলি (চশমা) এবং ২৫ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডে সুলতানা আহমেদ (চশমা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
টিআর/
আরও পড়ুন