ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ঢাকা-পঞ্চগড় রুটে ট্রেন চালু হচ্ছে ১০ নভেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী ১০ নভেম্বর শনিবার। দীর্ঘদিনের দাবির ফলে ঢাকা এবং পঞ্চগড়ের মধ্যে সরাসরি ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে সরকার।
ট্রেনদুটি পঞ্চগড়-দিনাজপুরের মধ্যে নতুন সময়সূচি অনুযায়ী এবং দিনাজপুর-ঢাকার মধ্যে পুরনো সময়সূচি অনুযায়ী চলাচল করবে। এর ফলে দিনাজপুর-পঞ্চগড় রুটের শাটল ট্রেন বন্ধ হয়ে যাবে। এতে কোন সাপ্তাহিক বন্ধের দিন থাকবে না।
বর্তমানে ঢাকা-দিনাজপুর রুটে দ্রুতযান এবং একতা ট্রেন চলাচল করে। দিনাজপুর-পঞ্চগড় রুটের যাত্রীরা সরাসরি ঢাকায় আসার সুযোগ থেকে বঞ্চিত ছিল। দ্রুতযান এবং একতা ট্রেনের সার্ভিস বর্ধিত হয়ে পঞ্চগড় থেকে ঢাকার মধ্যে চলাচল করবে। উক্ত রুটে দুটি ট্রেন ৩টি রেক দ্বারা পরিচালিত হবে।
সূত্র : বাসস
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি