ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ১১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ময়মনসিংহের গফরগাঁও-এ ঢাকাগামী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বগি লাইনচ্যুত হলে তিন ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। বুধবার সকাল পৌনে ৬টার দিকে বগি লাইনচ্যুতের এ ঘটনা ঘটে।

পরে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হলে ৮টা ৪০ মিনিটে ট্রেনটি গফরগাঁও রেলস্টেশন ছেড়ে যায়। ঘটনার সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গফরগাঁও রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. আলাউদ্দিন জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় লুব লাইনের কাছে বগি লাইনচ্যুত হয়। এতে স্টেশনের দুটি লাইন বন্ধ হয়ে ময়মনসিংহ বিভাগের সব রুটের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ থাকে। তিনি বলেন, পরে সকাল ৮টা ৪০ মিনিটে বগি উদ্ধার হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনের বগি লাইনচ্যুত হলে একটি স্লিপার ভেঙে গেছে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি