ঢামেক ও রমেকে ডেঙ্গুতে আক্রান্ত দুইজনের মৃত্যু
প্রকাশিত : ০৯:৪২, ২৭ আগস্ট ২০১৯

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
ঢামেকে সোমবার বিকালে ও রমেকে মঙ্গলবার দিবাগত রাতে তাদের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হেনা বেগম (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার বিকালে ঢামেকে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। এ নিয়ে ঢামেক হাসপাতালে এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হলো।
হেনা রাজধানীর শ্যামপুর থানার পালপাড়া এলাকায় ফিরোজ আহমেদের স্ত্রী।
মৃত হেনার ভাই মো. সুমন জানান, হেনা তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সোমবার সকালে বোনকে ঢামেকে স্থানান্তর করা হয়।
এরপর তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে আমার বোন মারা যান।
ঢামেকে এ পর্যন্ত ৩৪ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে জুনে একজন, বাকি ৩৩ জন জুলাই ও আগস্টে।
এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহাতাব উদ্দিন (২৪) নামে এক ডেঙ্গু রোগী মারা গেছেন।
আজ মঙ্গলবার মধ্য রাতে মারা যান তিনি। নিহত ব্যাক্তির বাড়ি দিনাজপুর জেলার বিরলে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান গত ১৮ আগষ্ট মাহাতাব উদ্দিন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থা আশংকাজনক হলে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর অবস্থার উন্নীত হলে তাকে সোমবার সকালে ডেঙ্গু ওয়ার্ডে নিয়ে আসা হয়। কিন্তু রাতে আবারও অবস্থার অবনতি ঘটলে রাত ২টার দিকে মাহাতাব মারা যায়।
এ নিয়ে হাসপাতালে ৩ ডেঙ্গু রোগী মারা গেছে বলে জানান তিনি।
আরও পড়ুন