ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

তিন সিটিতে ভোটগ্রহণ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১০, ৩০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী, সিলেট, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
রাজশাহী, সিলেট ও বরিশাল থেকে আমাদের প্রতিনিধিরা জানান, আজ সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর থেকে কেন্দ্রগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক ভোটারদের উপস্থিতি দেখা গেছে।
তিন সিটি করপোরেশনে মোট ১৭ জন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আট লাখ ৮২ হাজার ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নগরপিতা নির্বাচিত করবেন।
নৌকা-ধানের শীষসহ রাজনৈতিক দলগুলোর দলীয় প্রতীকের কারণে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত স্থানীয় সরকারের এ সিটি নির্বাচন পেয়েছে জাতীয় নির্বাচনের আমেজ। নির্বাচনী প্রচার-প্রচারণা, অভিযোগ-পাল্টা অভিযোগে জমে উঠেছে এ নির্বাচন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি