ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

তুরাগ নদীতে বজ্রপাতে দুই পোশাক কর্মীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ২২ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

সাভারে তুরাগ নদীতে নৌকা পারাপারের সময় বজ্রপাতে দুই পোশাক কর্মীর মৃত্যু হয়েছে। এসময় আরও ৪ জন আহত হন। তাদের সাভার  উপজেলা স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মঙ্গলবার সকাল ৯টার দিকে সাভারে প্রচণ্ড ধমকা হাওয়া ও বৃষ্টিপাতের সময় বজ্রপাতে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত দুই পোশাক কর্মীর নাম সোহাগ (২৫)ও আবুল হোসেন (১৮)। আহতরা হলেন রানা (১৫) সাইফুল (২৬) রনি (২১) এবং একজনের পরিচয় জানা যায়নি।

সাভার স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালের থানা হেলথ অফিসার (টিএইচও) মো. আমজাদ হোসেন গণমাধ্যমকে জানান,  সাভার কাতলা এলাকায় বজ্রপাতের সময় নৌকায় ১৩ জন যাত্রী ছিলেন।হতাহতরা সবাই গার্মেন্ট কর্মী বলে জানা গেছে। তারা ধামরাইয়ের ফুটনগর থেকে কাতলপুরে তুরাগ নদী দিয়ে সাভার আসছিল।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি