ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা অগ্রাধিকার পাবেন : কাদের

প্রকাশিত : ১১:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১১:৫৩, ৪ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে তিনি বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা দলীয় মনোনয়নের অগ্রাধিকার পাবেন।

আজ সোমবার রাজধানীর আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় মনোনয়ন ফরম বিক্রিকালে তিনি একথা জানান। তিনি বলেন, বিএনপি আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে মুক্তি করবে জনগণ এখন এটা আর বিশ্বাস করে না।

এর আগে গতকাল রবিবার প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুয়ায়ী উপজেলা নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন আগামী ১১ ফেব্রুয়ারি । আর ১২ ফেব্রুয়ারি যাছাই-বাছাই এবং ১৯ ফেব্রুয়ারি প্রত্যাহারের শেষ দিন।

 

টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি