ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

‘ত্রাণ বিতরণে কোনও অনিয়ম সহ্য করা হবে না’

প্রকাশিত : ১৫:২৫, ১৩ মে ২০১৯ | আপডেট: ১৫:২৬, ১৩ মে ২০১৯

Ekushey Television Ltd.

ত্রাণ বিতরণে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

সোমবার দুপুরে সাভার উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সারাদেশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ত্রান বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

এ সময় তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে কেউ খাদ্যে ভেজাল দিলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে দেশের মানুষ শান্তিতে বসবাস করছে জানিয়ে তিনি বলেন, দেশে এখন কোনও জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ নেই, এ দেশে আর কখনও জঙ্গিবাদ সৃষ্টি হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমানসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি