ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

থার্টি ফার্স্ট উপলক্ষে চট্টগ্রামে কড়াকড়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ৩১ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে বেশ কিছু বিষয়ে বিধিনিষেধ দিয়েছে মেট্রোপলিটন পুলিশ যা ৩১ ডিসেম্বর বিকেল চারটা থেকে পহেলা জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত বলবৎ থাকবে। 

শনিবার সকালে নগরীর নন্দনকাননে পুলিশ প্লাজা মার্কেটের আধুনিকায়নের কাজ উদ্বোধন করতে গিয়ে পুলিশ কমিশনার এই তথ্য সাংবাদিকদের জানান।

পুলিশ কমিশনার জানিয়েছেন, ইংরেজী নববর্ষ উপলক্ষে উন্মুক্তস্থানে অনুষ্ঠান করা যাবে না।

সন্ধ্যা ছয়টার পর পতেঙ্গা সমুদ্র সৈকতে লোক সমাগমের ব্যাপারে কড়াকড়ি আরোপ থাকবে। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি