ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

দাগনভূঁইঞায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ১২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ফেনীর দাগনভূঁইঞা উপজেলায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নজরুল ইসলাম (৩২) নিহত হয়েছেন।

বুধবার দুপুরে দাগনভূঁইঞা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নজরুল ইসলাম চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার তাহের ঘোনা গ্রামের মন্তু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দাগনভূঁইঞা বাজার থেকে ফেনীগামী একটি পিকআপ থানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ চালক নজরুল ইসলাম নিহত হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক বাস ও পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি। 

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি