ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দাবাং-থ্রি নিয়ে বেশ উচ্ছ্বসিত সোনাক্ষী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ১২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সোনাক্ষী সিনেমা খুবই গুরুত্বপূর্ণ। ওই সিনেমাতে সালমান খানের সঙ্গে করেই মূলত জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। এরপর অবশ্য আর পেছন ফিরে তাকাতে হয়নি সোনাক্ষীকে। একে একে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। বলিউডের শীর্ষ নায়কদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সোনাক্ষী। চলতি বছরই মুক্তির কথা রয়েছে সালমান সোনাক্ষী সিনহা অভিনীত দাবাং সিনেমাটি। এরই মধ্যে এ সিনেমার বেশখানিক কাজ শেষ হয়েছে।

তবে সালমান কারাগারে যাওয়ার ফলে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল সিনেমাটি। সালমানের মুক্তিতে এখন আর সিনেমাটি মুক্তিতে বাধা রইলো না। আর বিষয়টি নিয়ে খুবই এক্সাইটেড সোনাক্ষী। সম্প্রতি এ সিনেমার বিষয়ে সোনাক্ষী বলেন, দাবাং-৩ আমার ক্যারিয়ারের অন্যতম একটি সিনেমা হতে যাচ্ছে। সালমান খানের সঙ্গে তিন নম্বর এ সিনেমাতে অভিনয় করে অনেক ভালো লেগেছে। অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। আমি তার প্রতি বরাবরই কৃতজ্ঞ। তিনি আরও বলেন, আমার মনে হয় দাবাং সিরিজের সিনেমাগুলোর মধ্যে এটি হবে সেরা। কারণ অনেক অদেখাই এখানে দেখবেন দর্শক। পাশাপাশি অনেকটাই সুপারহট সোনাক্ষীকে এ সিনেমাতে আবিষ্কার করা যাবে। তাই অপেক্ষায় থাকুন।

এসএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি