ঢাকা, বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬

দিতির চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ২০ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের ২০ মার্চ ৫১ বছর বয়সে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৬৫ সালের ৩১ মার্চ সোনারগাঁওয়ে জন্ম দিতির। ১৯৮৪ সালে বিএফডিসির নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে ঢালিউডে পা রাখেন তিনি। প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। তবে সিনেমাটি মুক্তি পায়নি। প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা আজমল হুদা মিঠু পরিচালিত ‘আমিই ওস্তাদ’।

দিতি দুইশতের মধ্যে সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- হীরামতি, দুই জীবন, ভাই বন্ধু, উছিলা, লেডি ইন্সপেক্টর, খুনের বদলা, আজকের হাঙ্গামা, স্নেহের প্রতিদান, শেষ উপহার, চরম আঘাত, কালিয়া, স্বামী-স্ত্রী, মেঘের কোলে রোদ ও জোনাকির আলো ইত্যাদি।

চলচ্চিত্রের পাশাপাশি দিতি বেশ কিছু নাটকেও অভিনয় করেছিলেন। কয়েকটি নাটক পরিচালনাও করেছিলেন তিনি। এছাড়া রান্নাবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। গায়িকা হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন দিতি। বেরিয়েছিল তার একক অ্যালবামও। বিজ্ঞাপনচিত্রে মডেলও হন তিনি।

প্রয়াত চিত্রনায়ক সোহেল চৌধুরীকে ভালোবেসে বিয়ে করেছিলেন দিতি। তাদের সংসারে লামিয়া ও দীপ্ত নামের দুই সন্তান রয়েছে। পরে ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করেন, সে সংসার বেশিদিন টেকেনি।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি