ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

‘বঙ্গবন্ধু’ উপাধির সুবর্ণজয়ন্তী

দুই স্মারক ডাকটিকিট প্রকাশ

প্রকাশিত : ১৫:৩১, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হওয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দুটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। প্রতিটি ডাকটিকিটের মূল্য ১০ টাকা। এ বিষয়ে ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ এবং একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার তার সরকারি বাসভবন গণভবনে এ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। অবমুক্তকরণ অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড গতকাল ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি শুরু হয়েছে। পরে অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরসহ দেশের সব ডাকঘর থেকে এ স্মারক ডাকটিকিট বিক্রি করা হবে। উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা রয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি