ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

দুর্নীতিবাজ যত বড়ই হোক লড়াই চলবে: হাইকোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ২৯ নভেম্বর ২০২২ | আপডেট: ১২:৫৯, ২৯ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় ৫৬ মামলার তদন্ত তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। 

এসময় হাইকোর্টের বিচারপতিরা বলেন, দুর্নীতিবাজ যত বড়ই হোক না কেন তাদের বিরুদ্ধে লড়াই চলবে। 

দুদক আইনজীবী এসময় হাইকোর্টকে জানান, বেসিক ব্যাংকের অর্থপাচারের মামলায় নোটিশ দিলেও অনেকে সাক্ষী দিতে আসেন না। 

এ প্রসঙ্গে হাইকোর্ট বলেন, যারা আসছে না, তাদের  বিষয়ে জানালে ব্যবস্থা নেয়া হবে।

এসময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি