ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

দেশের উত্তরে বাড়ছে নদ-নদীর পানি(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ১৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদী ভাঙ্গন। কুষ্টিয়ার কুমারখালীতে শিলাইদহ কুঠিবাড়ি রক্ষা বাধের ১০০ মিটার ধসে গেছে। শরীয়তপুরে অব্যাহত আছে পদ্মার ভাঙ্গন। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে দেশের উত্তরের ব্রহ্মপুত্র, ঘাঘট, করতোয়া ও তিস্তা নদীর পানি।

গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদী বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানের পাহাড়ীঢল আর বৃষ্টিতে নদনদীর পানি বৃদ্ধি হতে শুরু করেছে। গাইবান্ধার কঞ্চিপাড়া ইউনিয়নের মাঝিপাড়া, ধনারপাড়া, সৈয়দপুর, রসুলপুর, সুন্দরগঞ্জের বেলকা, কাপাসিয়াসহ বেশ কয়েকটি এলাকার বাড়িঘরে পানি প্রবেশ করেছে।

জামালপুরে যমুনা নদীর পানি বাড়ছে। বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রোপা আমনের ক্ষেত।

এদিকে শরীয়তপুরে পদ্মার ভাঙ্গন অব্যাহত আছে।

কুষ্টিয়ার কুমারখালীতে শিলাইদহ কুঠিবাড়ি রক্ষা বাধের ১০০ মিটার ধসে গেছে পানির প্রবল স্রোতে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি