ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

দেশের শহর-নগরের বিপনী বিতান, মার্কেটে ক্রেতার ভিড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ২৫ জুন ২০১৭ | আপডেট: ১৬:৩৭, ২৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

শেষ মুহূর্তে ঈদের কেনাকাটার ব্যস্ততায় রাত-দিন একাকার। শহর-নগরের বিপনী বিতান, মার্কেটে ক্রেতার ভিড়। এখন আর দরদাম নয়, পছন্দ হলেই কিনে নেয়া। সেই সুযোগে চড়া দাম হাকছে দোকানিরা। এবারেও দেশীয় ব্রান্ডের পাশাপাশি ভারতীয়, পাকিস্তানী আর পাশ্চাত্য ঘরানার পোশাকই ক্রেতার আগ্রহ। ভীড় প্রসাধন সামগ্রির দোকান আর পার্লারেও। 

সকাল থেকে মধ্যরাত। ক্রেতার কমতি নেই বিপনী বিতানগুলোতে। ঈদের নতুন পোশাকে নিজেকে সাজাতে কিংবা প্রিয়জনের জন্য কেনা কাটার ব্যস্ততা।

বিভাগীয় নগর রাজশাহী, রংপুর, দিনাজপুর, কুমিল্লার অভিজাত বিপনী বিতানগুলোতে বাহুবলি, রাখিবন্ধন ও ফ্লোর টাচ্-এর মত বাহারি নামের বিদেশি পোষাকই বেশি। পছন্দ হলেই কিনে নেয়া। আর এই সুযোগটি হাতছাড়া করছে না না বিক্রেতারা। হাকছে চড়া দাম।

শাড়ির মধ্যে ক্রেতাদের চাহিদার তালিকায় মসলিন, জামদানী, তসর সিল্ক, দোতারী সিল্ক, জামদানী, কাঁতান, বালুচুরি, বেনারসী । দেশীয় এইসব শাড়ির মান আর নকশায় সন্তুষ্ট ক্রেতারা।

বিক্রি হচ্ছে জিন্স- টিশার্টও। আর পাঞ্জাবিতো আছেই ।

দর্জি ঘরে দম ফেলানোর ফুসরত নেই কারিগরদের। এরই মধ্যে পছন্দের নকশায় পোশাক তৈরি করে নিয়েছে অনেকে।

পিছিয়ে নেই প্রসাধনী বেচা-কেনাও। পার্লারগুলোতেও দারুন ব্যস্ততা।

আর নতুন পোষাকের সাথে জুতো কিনছে সব বয়সের মানুষ।
সব মিলিয়ে ভ্রাতৃত্ব আর সৌহার্দের বন্ধনে এবারো উদযাপিত হবে ঈদ উৎসব এমনি প্রত্যাশা সবার।

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি